শ্রীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ৫

অগ্নিকাণ্ড, গাজীপুর, শ্রীপুর, ফায়ার সার্ভিস,
আগুনের শিখা ছড়িয়ে পড়ায় কারখানার চারপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানায় আগুনে দগ্ধ হয়ে একজন মারা গেছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।

আজ রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার ভাংনাহাটি মোল্লাপাড়া এম অ্যান্ড ইউ টাইমস কারখানায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন এখন নিয়ন্ত্রণে, ডাম্পিং চলছে।

তিনি বলেন, 'কারখানার ভেতর থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-ঠিকানা এখনো জানা যায়নি।'

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি অফিসার রোকসানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আহত জাকির হেসেন, খোকন মিয়া ও রনিকে ঢাকায় পাঠানো হয়েছে। আরো দুইজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।'

স্থানীয় ব্যবসায়ী আসাদুজ্জামান মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, সাত তলা ভবনের ওই পোশাক কারখানায় আগুন লাগলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাজারো মানুষ কারখানার আশেপাশে ভিড় করে।

 

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago