ঘনকুয়াশায় কুষ্টিয়ায় সারবোঝাই ট্রাক খালে

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সারবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে।

ট্রাকটিতে ৪০০ বস্তা ইউরিয়া সার ছিল বলে জানিয়েছেন ট্রাকটির মালিক জাফর ইকবাল।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে ট্রাকটি খালে পড়ে যায়।

গতকাল শনিবার রাতে সার নিয়ে যশোরের নোয়াপাড়া থেকে আসছিল ট্রাকটি।

রাত ১২টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের আলামপুর পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের খালে পড়ে যায়।

চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ট্রাকটি ডিলারের সার নিয়ে যশোরের নোয়াপাড়া থেকে কুষ্টিয়া যাচ্ছিল।

তিনি বলেন, দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ট্রাকটি ক্রেন দিয়ে উদ্ধার করা হয়েছে।

Comments

The Daily Star  | English
shop owner killed in BNP party office

Landlord beaten to death in N'ganj BNP office over rent

Altercation over Ward BNP party office's rent payment at Salmodi Bazar in Araihazar, say police

5h ago