ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নারী নিহত, আহত অন্তত ৪১

বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। ছবি: সংগৃহীত

ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত এবং ৪১ জন আহত হয়েছেন।

গতরাত সাড়ে ৯টার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভাবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মুক্তি রানী রাজবাড়ী সদরের বিনোদপুর মহল্লার দিলু কুমার দাসের স্ত্রী।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, বাসটিতে ৫০ জনের মতো বরযাত্রী ছিলেন। দুর্ঘটনায় কমপক্ষে ৪১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। বাকি ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সালাম হোসেন বলেন, 'হাসপাতালে আনার পর মুক্তি রানীকে মৃত ঘোষণা করা হয়।'

ঘটনার বিবরণ দিয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন বলেন, 'বরিশালের গৌরনদী থেকে বিয়ের অনুষ্ঠান শেষে রাজবাড়ীতে যাচ্ছিল বরযাত্রীবাহী বাসটি। ভাবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।'

তিনি বলেন, 'দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হচ্ছে।'

নগরকান্দা দমকল বাহিনীর ফাইটার নিরঞ্জন কুমার মণ্ডল বলেন, 'ঘটনা ঘটার পর স্থানীয়দের সহায়তায় সবাইকে দ্রুততম সময়ের মধ্যে বাসের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে চালকের সহকারী প্রায় দুই ঘণ্টা বাসের নিচে চাপা পড়ে ছিল। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তার অবস্থা শঙ্কামুক্ত।'

Comments

The Daily Star  | English

At least 16 killed as Pakistan-India tensions intensify

8 killed in Pakistan, 3 killed in Indian Kashmir in shelling from both sides

6h ago