সাভারে তুলার গোডাউন পুড়ে ছাই

আগুনে তুলার গোডাউনটি ভস্মীভূত হয়েছে। ছবি: স্টার

ঢাকার সাভার নামাবাজারে একটি তুলার গোডাউন আগুন লেগেছে। আগুনে তুলার গোডাউনটি পুরোপুরি পুড়ে গেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নামাবাজার এলাকায় তারা মোল্লার মালিকানাধীন গোডাউনটিতে আগুন লাগে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সাভার ফায়ারসার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন।

দুপুর আড়াইটার দিকে তিনি বলেন, খবর পেয়ে দ্রুত সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে। আগুন পুরোপুরি না নিভলেও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, আগুনে গোডাউনের মালামালসহ কয়েকটি দোকান পুড়ে গেছে।

Comments