সাভারে কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্র বিস্ফোরণে ২ শ্রমিক নিহত

সাভারে কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্র বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার রহিম আফরোজ কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত অলিউর রহমান (৫০) ও ফয়েজ উদ্দিন(৪৫) রহিম আফরোজ কারখানার শ্রমিক ছিলেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাজধানীর মেট্রো নেট বাংলাদেশ লিমিটেড কারখানার মালামাল নিয়ে একটি গাড়ি সাভারে রহিম আফরোজ ব্যাটারি কারখানায় আসে। পরে দুপুরে কারখানার ভেতরে মালামাল নামানোর সময় হঠাৎ অগ্নিনির্বাপন যন্ত্র বিস্ফোরণে ওই দুই শ্রমিক নিহত হন।
খবর পেয়ে বিকেলে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ফয়েজের ছোট ভাই মনির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গাড়ি থেকে গ্যাস সিলিন্ডার নামানোর সময় সেগুলোর একটি বিস্ফোরণ হলে আমার ভাইসহ দুই জন মারা গেছেন।'
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
ওসি জুয়েল মিঞা বলেন, 'আমরা মরদেহ উদ্ধার করেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'
Comments