হামাগুড়ি দিয়ে রেললাইনে, ট্রেনে কাটা পড়ল শিশু

ঢাকা-ময়মনসিংহ রেলরুটের শ্রীপুর এলাকায় হামাগুড়ি দিয়ে রেললাইনে গিয়ে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুর নাম আবদুল্লা (১৪ মাস)। শিশুটি উপজেলার শ্রীপুরের গারারণ গ্রামের আল-আমীনের ছেলে।
আজ বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে গারারণ গ্রামে এ ঘটনা ঘটেছে।
বিকেল ৩টায় শ্রীপুর রেলস্টেশন মাস্টার সাইদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, যে শিশুটি কাটা পড়েছে, তার বাড়ি রেললাইনের পাশেই। সকালে শিশুটি পরিবারের চোখের আড়াল হয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে রেললাইনে চলে যায়। পরে শিশুটি ঢাকাগামী একটি কমিউটার ট্রেনে কাটা পড়ে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
বর্তমানে শিশুর মরদেহ পরিবারের কাছে রয়েছে। এ মৃত্যুর বিষয়ে রেলপুলিশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন মালাকার বলেন, 'মৃত অবস্থায় এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুর মাথায় আঘাতের চিহ্ন ছিল।'
Comments