ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৩

দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চাঁনপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি দ্য ডেইলি স্টারকে জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, 'উপজেলার ভাইটকান্দি থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ফুলপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চাঁনপুর ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা মারা যান।'

তিনি বলেন, 'এ ঘটনায় আহত অপর তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।'

ওসি জানান, ঘাতক ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

The Daily Star  | English
Election Commission

EC’s accountability is key to Bangladesh’s electoral reform

Success of wider electoral reforms depends heavily on the EC’s willingness to adopt reforms.

9h ago