আমিনবাজারে পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে

সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম দ্য ডেইলি স্টারকে জানান, সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে পাওয়ার গ্রিডে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।
সকালে ফায়ার সার্ভিস মিডিয়াসেল ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষিণভাবে জানা যায়নি।
Comments