আমিনবাজার পাওয়ার গ্রিডে আগুনে পুড়েছে একটি ট্রান্সফর্মার

সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডে একটি ট্রান্সফর্মার পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনাস্থল থেকে ঢাকা বিভাগ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সালেহ উদ্দিন বলেন, পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফর্মারে সকাল সোয়া ৭টার দিকে আগুন লাগে। খবর পেয়ে আশেপাশে পাঁচটি ফায়ার স্টেশনের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য সব ট্রান্সফর্মার অক্ষত রয়েছে।

প্রথমিকভাবে আগুন লাগার কারণ এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি বলেও জানান এই কর্মকর্তা।
এদিকে ঘটনাস্থল থেকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবক্কর সিদ্দিক বলেন, এই ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত কমিটি নিরূপণ করবে।
Comments