মাইক্রোবাসের ধাক্কায় শ্রমিক নিহত, ২ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন সহকর্মীরা

শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ৬ পুলিশ সদস্য আহত, আটক ১।

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এর প্রতিবাদে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছিলেন তার সহকর্মীরা।

আজ সোমবার দিবাগত রাত ১০টার দিকে তারা মহাসড়ক ছেড়ে দেন।

এর আগে রাত ৮টার দিকে মাইক্রোবাসের ধাক্কায় গোল্ডেন রিপিট নামে একটি কারখানার শ্রমিক সাবিনা আক্তার (২৮) গুরুতর আহত হন।

উপস্থিত জনতা প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাবিনা।

সাবিনার বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার খালসাইদ ফুনা গ্রামে। তার স্বামীর নাম রাব্বি মিয়া।

সহকর্মীর মৃত্যুর বিষয়টি জানার পর ওই এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'শ্রমিকদের বিক্ষোভে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সে সময় সংঘর্ষ বাধে, এতে ছয় পুলিশ সদস্য আহত হয়।'

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ডেইলি স্টারকে বলেন, 'শ্রমিকদের বিক্ষোভ চলাকালে বহিরাগতরা কারখানা ভাঙচুরের চেষ্টা চালায়। বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।'

তিনি আরও বলেন, 'এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।'

Comments

The Daily Star  | English

Bengal Group Chairman Morshed Alam arrested

Detective Branch of police arrested Bengal Group Chairman Morshed Alam in the capital last night.

4h ago