ঈশ্বরদীতে বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের ৩ জনসহ মোট ৪ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনায় আহত আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পাবনা-ঈশ্বরদী সড়কের ঢুলটি বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—পাবনার ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল গ্রামের রাব্বি (৩৫) তার স্ত্রী মুক্তা (২৫) ও তাদের দেড় বছর বয়সী শিশু মোস্তাকিম। অপরজন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার রাতুল (৩০)। 

পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদী দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল। বাসটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন ও পরে হাসপাতালে আরও ৩ জন মারা যান।

ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হন। তবে বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English

Govt to declare Aug 5 as public holiday

"Every year this day will be observed as the student-led people's uprising day"

25m ago