চলন্ত ট্রেন থেকে মাথা বের করে ল্যাম্পপোস্টে ধাক্কা, ছিটকে পড়ে গুরুতর আহত শিশু

জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেন থেকে মাথা বের করে বাইরে দেখার সময় ল্যাম্পপোস্টে ধাক্কা লেগে ১২ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সরিষাবাড়ী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুর পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সাদা পোশাকের একজন ট্রেন থেকে ছিটকে পড়েছে। ট্রেন চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ভ্যানে তুলে নিয়ে যান।
এই ভিডিও ছড়িয়ে পড়লে আজ দুপুরে রেল কর্তৃপক্ষ ওই ল্যাম্পপোস্টটি সরিয়ে নেয়।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইলের ভূঞাপুর থেকে জামালপুরগামী এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ী স্টেশন এলাকায় পৌঁছালে শিশুটি চলন্ত ট্রেনের দরজা দিয়ে মাথা বের করে বাইরে দেখছিল। হঠাৎ তার মাথা রেললাইনের পাশে থাকা একটি ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা খায়। এতে সে ট্রেন থেকে পড়ে যায়।
স্থানীয়রা শিশুটিকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার জ্ঞান না ফিরলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিশুটির পরিচয় এখনও জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে।'
Comments