সরকারি পুকুরের মাছ ধরে নিয়ে গেলেন বিএনপি নেতা

পাউবো সূত্র জানায়, অভিযুক্ত বিএনপি নেতা ভোরে ১০-১২ জন জেলেকে সঙ্গে নিয়ে পুকুরে মাছ ধরতে আসেন। ছবি: সংগৃহীত

জামালপুর শহরের ফুলবাড়িয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি পুকুর থেকে মাছ ধরে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় এক নেতার বিরুদ্ধে।

আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযুক্ত এস এম আপেল মাহমুদ পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।

পাউবো সূত্র জানায়, ভোরে ১০-১২ জন জেলেকে সঙ্গে নিয়ে আপেল মাহমুদ পুকুরে মাছ ধরতে আসেন। কর্মকর্তারা বাধা দিলে তিনি হুমকি দেন। পরে পাউবো কর্তৃপক্ষ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানায়।

জামালপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আশরাফ জানান, পুলিশ পৌঁছানোর আগেই মাছ ধরে নেওয়া হয়। তবে ভ্যানে তোলা জাল উদ্ধার করে পাউবো কর্মকর্তাদের সম্মতিতে ফেরত দেওয়া হয়।

বিষয়টি নিয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান বলেন, 'তিন মাস আগে পুকুরে মাছের পোনা ছাড়া হয়েছিল, যা এখনো বড় হয়নি। কিন্তু আজ সকালে জানতে পারি, আপেল মাহমুদ পুকুরে জাল ফেলেছেন। আমাদের কর্মকর্তারা বাধা দিলেও তিনি মাছ নিয়ে গেছেন।'

জানতে চাইলে আপেল মাহমুদ দাবি করেন, ওই পুকুরে মাছ তিনিই ছেড়েছেন। এ কারণে ওই মাছ ধরতে 'সমস্যা নাই' বলেও মন্তব্য করেন তিনি।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, 'বিএনপির দুয়েকজন কর্মীর অপকর্মের দায় দল নেবে না। তার (আপেল মাহমুদ) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'

পাউবো কর্তৃপক্ষ বলছে, এ ব্যাপারে ঈদের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

10h ago