রাঙ্গামাটিতে ট্রাক্টর উল্টে নিহত ৩

রাঙ্গামাটি বাঘাইছড়িতে মালবাহী ট্রাক্টর উল্টে গিয়ে ৩ জন নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছয় চাকার একটি ট্রাক্টর উল্টে গিয়ে তিনজন মারা গেছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
জানতে চাইলে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানানো হবে।'
Comments