কাপ্তাইয়ে প্রসবকালে হাতি ও শাবকের মৃত্যু

হাতিটি দুইদিন আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় প্রসবকালে অসুস্থ হয়ে একটি বন্য হাতি ও শাবক মারা গেছে।  

উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের কাইথাক পাড়া এলাকার বাগানে এ ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে মা হাতি ও শাবকটিকে মাটিচাপা দেওয়া হয়।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজভিলা রেঞ্জ কর্মকর্তা ফারজ আল আমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানায়, গত কয়েক সপ্তাহ ধরে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের বনের হাজী পাড়া, তংবসি পাড়া, নোয়াপাড়া ও সবশেষ কাইথাক পাড়া এলাকায় এক দল বন্য হাতি আসে। 

তাদের ধারণা, দুই দিন আগে কাইথাক পাড়া এলাকায় প্রসবকালে শাবকসহ হাতিটির মৃত্যু হয়।

রাজস্থলী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সহকারী চিকিৎসক চিরজিৎ চাকমাও এর সঙ্গে একমত বলে জানান।

রেঞ্জ কর্মকর্তা ফারজ আল আমিন বলেন, 'হাতি মারা যাওয়ার খবর পেয়ে আজ দুপুর ১টার দিকে বনবিভাগ, প্রাণিসম্পদ কার্যালয়ের সহকারী চিকিৎসকসহ ঘটনাস্থলে যাই। পরে ময়নাতদন্ত শেষে হাতি ও শাবকটিকে মাটিচাপা দেওয়া হয়।'

রেঞ্জ অফিসার আরও বলেন, হাতির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন নেই। সেখানে বিদ্যুতের ফাঁদও নেই। 

চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, 'বাচ্চা প্রসবকালে অসুস্থ হয়ে হাতিটি মারা গেছে।'

উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সহকারী চিকিৎসক চিরঞ্জিৎ চাকমা বলেন, 'হাতিটির বয়স ২০ বছরের বেশি হতে পারে, ওজন ৩ টন ও দৈর্ঘ্য ১০-১২ ফুট। দুই দিন আগে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।' 

এ ঘটনায় রাজস্থলী থানায় সাধারণ ডায়েরি করেছে বন বিভাগ।

Comments