দিনাজপুরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রাননগর ব্যাঙপুকুর গ্রামের ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও চারজন আহত হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক।

নিহতরা হলেন মাইক্রোবাসচালক মানিক হোসেন (৪২), জেলা হিসাবরক্ষণ অফিসের কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন (৪৫), নিরীক্ষক ইমরুল হাসান (৪৩), নিরীক্ষক জুলফিকার আলী (৪৫) এবং রানীশংকৈল উপজেলার মালিভিটা গ্রামের মো. দবিরুল ইসলামের ছেলে।

আহতদের মধ্যে ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের নিরীক্ষক মিজানুর রহমান (৪৮), আল মামুন (৪০) এবং সিরাজগঞ্জের আবদুল মান্নান (৩৭) ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত নিরীক্ষক সুপার নাহিদ (৩২) প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রকিবুল আলম।

স্থানীয়দের বরাত দিয়ে দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, সকাল সাড়ে ছয়টার দিকে রংপুরগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। এতে মানিক ও দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান।

তিনি জানান, পরে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ইমরুল ও জুলফিকারকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়সূত্রে জানা যায়, আবদুল মান্নান ছাড়া আহত ও নিহতদের বাকি সবাই ঠাকুরগাঁও জেলা ও উপজেলা হিসাবরক্ষণ অফিসের কর্মচারী এবং তাঁরা বিভাগীয় প্রশিক্ষণে অংশ নিতে রংপুর যাচ্ছিলেন।

Comments

The Daily Star  | English

Iran media report explosions in country's north

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago