নবাবগঞ্জে আওয়ামী লীগ অফিস ভাঙচুর-আগুন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সরকারের পদত্যাগের দাবিতে কোটা বিরোধী প্রায় তিন থেকে চার হাজার আন্দোলনকারী নবাবগঞ্জ উপজেলা শহরে জড়ো হন।
Dinajpur Map
স্টার ডিজিটাল গ্রাফিক্স

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের পর আগুন দিয়েছে আন্দোলনকারীরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সরকারের পদত্যাগের দাবিতে কোটা বিরোধী প্রায় তিন থেকে চার হাজার আন্দোলনকারী নবাবগঞ্জ উপজেলা শহরে জড়ো হন।

সকাল সাড়ে ১১টার দিকে মিছিলটি নবাবগঞ্জ উপজেলা বাজারের দিকে অগ্রসর হয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। ভাঙচুরের পর আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আন্দোলনকারীরা ওই এলাকায় অবস্থান নিয়েছেন।'

Comments