ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণশ্রমিক নিহত

রাজধানীর ডেমরা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
তারা হলেন—রফিকুল ইসলাম (২৬) ও শফিকুল ইসলাম (২৫)। তারা রড মিস্ত্রি ছিলেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিন দুপুর ৩টার দিকে ডেমরা বাদশা মিয়া রোডে ভুট্টু চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
রফিকুলের বাবা ইউসুফ আলী জানান, তার বাড়ি কুড়িগ্রামের কচাকাটা থানার মিরকা খামারি গ্রামে। শফিকুল একই গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।
রফিকুল ও শফিকুল ভুট্টু চত্বরে থাকতেন। একসঙ্গে রড মিস্ত্রির কাজ করতেন। রড সোজা করার সময় পাশে বিদ্যুতের তার স্পর্শ করলে এই দুর্ঘটনা ঘটে, জানান ইউসুফ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মাহমুদুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'নিহত দুই শ্রমিক নির্মাণাধীন ভবনের নিচতলায় কাজ করছিলেন।'
Comments