গাজীপুরে ‘ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে’ বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পুলিশের ধারণা, তিনি ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।
গাজীপুরে ‘ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে’ বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু | ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, তিনি ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে শ্রীপুরের উজিলাব গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

হৃদয় শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের নইমুদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে হেঁটে মক্তবে যাওয়ার সময় কয়েকটি শিশু মরদেহটি দেখতে পায়।

ঘটনাস্থল থেকে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অমল চন্দ্র ডেইলি স্টারকে বলেন, 'মরদেহের পাশে বৈদ্যুতিক খুঁটির নিচে ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ পড়ে আছে। ধারণা করা হচ্ছে, তিনি ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।'

Comments