মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত: অন্তত ১ জনের মৃত্যু, শতাধিক আহত

বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত
ঘটনাস্থলে উদ্ধার অভিযানে সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। ছবি: প্রবীর দাশ/স্টার

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ১ জনের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

উত্তরা আধুনিক হাসপাতালের উপ-পরিচালক ডা. বজলুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'এ ঘটনায় অন্তত এক জনের মৃত্যু হয়েছে। এখানে (উত্তরা আধুনিক হাসপাতাল) প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ৬০ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আরও ২৫ জন এখানে চিকিৎসাধীন আছেন।'

আইএসপিআর জানায় বিমানবাহিনীর 'এফ-৭ বিজিআই' প্রশিক্ষণ বিমানটি রোববার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

এর কিছুক্ষণের মধ্যে বিমানটি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়ে।

বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

উদ্ধার অভিযানে আছেন বিভিন্ন বাহিনীর সদস্যরাও।

 

Comments