মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ২০, আহত দেড় শতাধিক

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শিক্ষার্থীসহ অন্তত দেড় শতাধিক মানুষ।
আজ দুপুর সোয়া ১টার দিকে বিমান বাহিনীর যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাসদস্য, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
উদ্ধারকাজে গিয়ে আহত ১৬ জন সিএমএইচে চিকিৎসাধীন
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধারকাজে গিয়ে আহত ১৬ জন সিএমএইচে চিকিৎসাধীন আছেন।
তাদের মধ্যে ১৪ জন সেনাসদস্য, ১ জন পুলিশ সদস্য এবং ১ জন ফায়ার সার্ভিস সদস্য।
আজ সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে সিএমএইচে স্থানান্তর করা হয়। বর্তমানে মোট ৯ জন আহত সিএমএইচে ভর্তি আছেন।
বেসরকারি হাসপাতালকে বিনামূল্যে সেবার নির্দেশ
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত সবার চিকিৎসা সরকার করবে বলে ঘোষণা করেছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সকল বেসরকারি হাসপাতালে এই দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।
এতে বলা হয়, যেকোনো ধরনের অপারগতায় রোগীকে জাতীয় বার্ন ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ
চিকিৎসা কাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া বার্তায় এই অনুরোধ জানানো হয়।
বিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়: আইএসপিআর
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়।
আজ সোমবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
পাইলট নিহত
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ১৯: ফায়ার সার্ভিস
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের সদস্য শাহজাহান সিকদার।
নিহত ১৬
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সাঈদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, এই ঘটনায় প্রায় ১০০-১৫০ জন আহত হয়েছেন। তাদের ওই এলাকাসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ছয়টি হাসপাতালে আহত ৭০ শিক্ষার্থী ভর্তি আছে।
আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে মেট্রোরেলে
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের অনেককে মেট্রোরেলে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।
পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার রাষ্ট্রীয় শোক
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
নিহত বেড়ে ৩
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
তাদের মধ্যে একজন উত্তরা আধুনিক হাসপাতালে, একজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের বার্ন ইউনিটে মারা গেছেন।
সংশ্লিষ্ট হাসপাতালগুলোর চিকিৎসকরা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো—অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানভীর আহমেদ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ হাসান।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক অধ্যাপক বিধান সরকার ও জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক অভিজিৎ তাদের পরিচয় নিশ্চিত করেছেন।
যুদ্ধবিমান বিধ্বস্ত: অন্তত ১ জনের মৃত্যু, শতাধিক আহত
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ১ জনের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উত্তরা আধুনিক হাসপাতালের উপ-পরিচালক ডা. বজলুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'এ ঘটনায় অন্তত এক জনের মৃত্যু হয়েছে। এখানে (উত্তরা আধুনিক হাসপাতাল) প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ৬০ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আরও ২৫ জন এখানে চিকিৎসাধীন আছেন।'
আইএসপিআর জানায় বিমানবাহিনীর 'এফ-৭ বিজিআই' প্রশিক্ষণ বিমানটি রোববার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
এর কিছুক্ষণের মধ্যে বিমানটি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়ে।
শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস।
সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলে এক শোকবার্তায় জানিয়েছেন তিনি।
মাইলস্টোন কলেজ থেকে আহতদের নেওয়া হচ্ছে হাসপাতালে
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন। এদের একটি বড় অংশই আগুনে দগ্ধ হয়েছেন।
আজ দুপুর সোয়া ১টার দিকে বিমান বাহিনীর যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাসদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
Comments