‘আমার মেয়ে কোথায়’

'স্কুল ভবনে কাউকে ঢুকতে দিচ্ছে না। আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে ফিরিয়ে দিন।'
কান্না করতে করতে কথাগুলো বলছিলেন পারুল নামের এক অভিভাবক।
তার মেয়ে নুসরাত আক্তার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পারুল জানান, তার মেয়ের ক্লাস শুরু হয় সকাল ৮টায়, শেষ হয় দুপুর ১টায়। এরপর কোচিং চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তাদের বাসাও দিয়াবাড়িতে। স্কুলের পাশের মেট্রোরেল ডিপোতে তিনি সন্তানের জন্য অপেক্ষা করছিলেন।
দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজ দুপুর সোয়া ১টার দিকে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শিক্ষার্থীসহ অন্তত দেড় শতাধিক মানুষ।
Comments