হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ: প্রেস উইং

আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: প্রবীর দাশ/স্টার

চিকিৎসা কাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া বার্তায় এই অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়েছে, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে, তাদের মরদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না, তাদের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আহতদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলেও বার্তায় বলা হয়।

নিখোঁজ স্কুলশিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের জন্য কিছু নম্বর দেওয়া হয়েছে। সেগুলো হলো—

মিলিটারি রেস্কিউ ব্রিগেড—01769024202
সিএমএইচ বার্ন ইউনিট—01769016019
সিএমএইচ ইমার্জেন্সি—01769013311
মাইলস্টোন স্কুলের অ্যাডমিন অফিসার—01814774132‬
ভাইস প্রিন্সিপাল—01771111766

এছাড়া, জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করলে সেখান থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দেওয়া হবে।

Comments