বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোনের আরেক শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
১০ বছর বয়সী আয়মান আজ শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুবরণ করে।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'আয়মানের শরীরের প্রায় ৪৫ শতাংশ ঝলসে গিয়েছিল, এমনকি তার শ্বাসনালীও পুড়ে যায়। অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল।'
এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নিহত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ১৪ জনে।
Comments