কর্ণফুলীতে ভেসে এলো ২ জনের মরদেহ

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদী থেকে দুই পুরুষের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার দুই দিন পর আজ শনিবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ জানান, 'স্থানীয়রা পতেঙ্গা ১৫ নম্বর ঘাটের কাছে দুটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।'
'ধারণা করা হচ্ছে, এগুলো নিখোঁজ জেলেদের মরদেহ হতে পারে, তবে পরিচয় জানার পরই বিষয়টি নিশ্চিত করা যাবে। আমরা নিখোঁজ জেলেদের পরিবারকে খবর দিয়েছি,' যোগ করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম উপকূলে জাহাজের সঙ্গে ধাক্কা লাগার পর একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। সে সময় ১১ জেলেকে উদ্ধার হয়, তবে নিখোঁজ ছিলেন আটজন।
জাহাজের মালিকের তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনাস্থলের কাছে থাকা আরেকটি মাছ ধরার নৌকা সেদিনই ১১ জেলেকে উদ্ধার করে।
Comments