বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূর মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ড সন্দেহ পুলিশের

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার লক্ষ্মীমণ্ডল গ্রাম থেকে বৃদ্ধ শ্বশুর ও পুত্রবধূর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ড।
নিহতরা হলেন— আফতাব হোসেন (৭০) এবং তার সৌদি প্রবাসী ছেলে শাহজাহানের স্ত্রী রিভা খাতুন (৩৬)।
আজ বুধবার সকালে তাদের মরদেহ বাড়ি থেকে উদ্ধার করা হয় বলে জানান দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।
তিনি বলেন, 'মঙ্গলবার রাত ৯টার পর যে কোনো সময় দুর্বৃত্তরা তাদের শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে।'
ওসি আরও বলেন, 'ঘটনার তদন্ত চলছে। হত্যার পেছনে কী কারণ, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।'
ঘটনাস্থল পরিদর্শন শেষে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান সাংবাদিকদের জানান, আফতাব হোসেনের গলায় দড়ি ও রিভা খাতুনের গলায় ওড়না ফাঁস দেওয়া ছিল।
তিনি বলেন, 'পূর্ব শত্রুতা, চুরি বা অন্য কোনো উদ্দেশ্যে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে—এসব সম্ভাবনা মাথায় রেখে তদন্ত শুরু করা হয়েছে।'
Comments