সাতক্ষীরায় বজ্রপাতে একজনের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে জয়ন্ত কুমার মন্ডল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড় কুপট এলাকায় নওয়াবেকী-কলবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
জয়ন্ত ওই গ্রামের তেজেন্দ্র নাথ মন্ডলের একমাত্র ছেলে।
আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ জানান, জয়ন্ত মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন।
'বিকেলে টিপটিপ বৃষ্টি হচ্ছিল। জয়ন্ত নওয়াবেকী-কলবাড়ী সড়কে হাঁটছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়,' বলেন সালেহ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা জানান, বজ্রপাতে জয়ন্ত কুমার মন্ডল নামে একজনের মৃত্যুর কথা তিনি শুনেছেন।
Comments