বাবার সঙ্গে ফিরছিলেন গরু নিয়ে, বজ্রপাতে গেল যুবকের প্রাণ

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বজ্রপাতে শরীফুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শরীফুল কবাখালী এলাকার নজরুল ইসলামের ছেলে।
নজরুল ইসলাম বলেন, 'আমরা একসঙ্গে বাড়ি ফিরছিলাম। ছেলে গরু নিয়ে আনুমানিক ১০০ গজ পেছনে ছিল। বজ্রপাত হওয়ার পর কীভাবে কী হলো বুঝতে পারিনি।'
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রঞ্জন বড়ুয়া রাজন বলেন, 'হাসপাতালে আনার আগেই শরীফুল ইসলামের মৃত্যু হয়েছে।'
Comments