মহাখালী পেট্রল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার প্রায় আধাঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
পেট্রোল পাম্পটি মহাখালীর রাওয়া ক্লাবের কাছে অবস্থিত।
খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হওয়া ফায়ার সার্ভিসের ৬টি গাড়ি জ্যামে আটকে ছিল। পরবর্তীতে বিভিন্ন স্টেশনের ১১টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শিহাব সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন ওই পেট্রল পাম্পে আগুন লাগে।
যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস কর্মকর্তা শিহাব সরকার বলেন, 'আমরা সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও এলাকার ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।'
সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে তিনি বলেন, 'আমরা খবর পেয়েছি সড়কে প্রচুর জ্যাম। জ্যাম ঠেলে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।'
পরবর্তীতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি বলেন, '৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।'
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
Comments