‘সরকারকে বেকায়দায় ফেলার বৈঠক’ বিএনপির ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

'সরকারকে বেকায়দায় ফেলার জন্য গোপন বৈঠক' করার সময় রাজধানীর মহাখালী এলাকার একটি ফুডকোর্ট থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এসকেএস টাওয়ার থেকে বিএনপির ৩২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।'

তিনি বলেন, 'তারা সরকারকে বেকায়দায় ফেলার জন্য গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের গ্রেপ্তার করেছি।'

তিনি জানান, পুলিশের ওপর হামলা ও ককটেল বোমা উদ্ধারের অভিযোগে গত ২৩ অক্টোবর দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বনানী থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ রয়েছেন।

Comments

The Daily Star  | English
Tarique Rahman on interim government

Interim govt must not be allowed to fail: Tarique addresses BNP rally

Thousands join BNP rally from Nayapaltan to Manik Mia Avenue

4h ago