পাবনায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের নিহত ৩

ছবি: সংগৃহীত

পাবনার ফরিদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।

তারা হলেন—পাবনার চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের বাসিন্দা সোহেল রানা (৩০), তার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও তাদের সাত বছর বয়সী মেয়ে সুমাইয়া খাতুন।

আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার বিকেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিন সকাল ১০টার দিকে ফরিদপুর উপজেলার চকচকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সোহেল রানা মোটরসাইকেলে তার পরিবারের সদস্য নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে পাবনার চাটমোহর উপজেলায় তার বাড়ি ফিরছিলেন। সে সময় দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় সোহেল রানা গুরুতর আহত হন। তার স্ত্রী ও কন্যা ঘটনাস্থলেই মারা যান। পুলিশ সোহেলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছিল। সেখানে দুপুরে তিনি মারা যান।

ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলেন হাসনাত।

Comments

The Daily Star  | English

DU student Ali Husen slapped with 6-month suspension for threatening rape

He posted a Facebook status, threatening to organise a "march for gang rape" against Fahmida

49m ago