থ্যালাসেমিয়ায় আক্রান্তের তথ্য এনআইডি কার্ডে যুক্ত করতে রুল
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) থ্যালাসেমিয়া পরীক্ষার তথ্য উল্লেখ করার ধারা সংযুক্ত করতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত।
আদালত আরও মনে করেন, এই তথ্যের উল্লেখ থাকলে আক্রান্ত দুজন নারী-পুরুষ পরস্পরকে বিয়ে করবেন না এবং তাদের সন্তান ক্ষতিগ্রস্ত হবে না।
আজ রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে এ রুল দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেছিলেন।
Comments