হাবিব গ্রুপের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১ কোটি ৮০ লাখ টাকার চেক প্রতারণা মামলায় হাবিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যানসহ ৪ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার দিয়েছেন আদালত।
স্টার অনলাইন গ্রাফিক্স

১ কোটি ৮০ লাখ টাকার চেক প্রতারণা মামলায় হাবিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যানসহ ৪ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার দিয়েছেন আদালত।

আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ৬ষ্ঠ আদালতের ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এ আদেশ দেন।

মামলার আসামিরা হলেন- রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব, পরিচালক ইয়াসিন আলী, মাশরুপ হাবিব ও তানভীর হাবিব।

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের প্যানেল আইনজীবী নাঈম ভূইয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, একাধিকবার অর্থ পরিশোধ ও আদালতে হাজির হতে সমন জারি করা হলেও আসামিরা আদালতে উপস্থিত হননি।

মামলা সূত্রে জানা যায়, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড আগ্রাবাদ শাখার ৩টি মামলায় ১ কোটি ৮০ লাখ টাকার ডিজঅর্ডার হওয়ায় রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যানসহ ৪ পরিচালকের বিরুদ্ধে ২০২১ সালে মামলাটি করা হয়।

Comments

The Daily Star  | English
Temperature rise in Dhaka last 30 years

An April way hotter than 30-year average

Over the last seven days, temperatures in the capital and other heatwave-affected places have been consistently four to five degrees Celsius higher than the corresponding seven days in the last 30 years, according to Met department data.

11h ago