পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২ জনের মৃত্যু

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২ জন মারা গেছেন। 
ছবি: ভিডিও থেকে নেওয়া

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২ জন মারা গেছেন। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া রোববার রাত পৌনে ১১টার দিকে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর রোববার রাতে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তাদের মৃত ঘোষণা করা হয়।

নিহতরা হলেন-মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)।

এর আগে রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতুর ২৬ ও ২৭ নম্বর পিলারের মাঝখানে চলন্ত মোটরসাইকেলে ভিডিও করার সময় দুর্ঘটনাটি ঘটে।

এ তথ্য নিশ্চিত করে শরীয়তপুর নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, আহত দুজনকে আশেপাশের লোকজন একটি মিনি ট্রাকে উঠিয়ে দেন। ট্রাকটি তাদের  নিয়ে ঢাকার দিকে যায়।

নিহতরা ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা বলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া জয়দেব রায় জানান।

তিনি আরও জানান, পদ্মা সেতু খুলে দেওয়ায় আলমগীর ও ফজলুসহ তারা ৬ বন্ধু মোটরসাইকেলে সেতুতে ঘুরতে যান। তাদের পেছনে ছিলেন ওই ২ জন। কিছুক্ষণ পর তারা দুর্ঘটনার খবর পান।

পরে দুর্ঘটনায় আহত ২ জনকে উদ্ধার করে একটি পিকআপ ভ্যানে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।

পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। রোববার ভোর ৬টা থেকে সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

Comments