নাশকতা মামলায় চট্টগ্রাম ওয়ার্ড শিবির সভাপতি কারাগারে

নাশকতা মামলায় চট্টগ্রাম মহানগরীর ৪০ নম্বর ওয়ার্ড ইসলামী ছাত্র শিবির সভাপতি ও তার সহযোগীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নাশকতা মামলায় চট্টগ্রাম মহানগরীর ৪০ নম্বর ওয়ার্ড ইসলামী ছাত্র শিবির সভাপতি ও তার সহযোগীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তারা হলেন—ওয়ার্ড শিবির সভাপতি আরিফ আলী মুরাদ (২২) ও তার সহযোগী শাহরিয়ার ইয়াছিন (৩৩)।

আজ শুক্রবার সকালে নগরীর ইপিজেড এবং পতেঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী) একেএম মহিউদ্দিন সেলিম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা দুজনই বিস্ফোরক ও নাশকতা মামলার আসামি। তাদের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Comments