মানিকগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জের সিংগাইরে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম শরিফ মিয়া (২২)। তিনি সিংগাইর উপজেলার খাসেরচর গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, উপজেলার খাসের চর এলাকায় সাবেক ইউপি সদস্য আরিফের বাড়িতে মহরম (আশুরা) উপলক্ষে ৪ দিনব্যাপি গ্রামীণ মেলা বসেছে। গ্রেপ্তারকৃত শরিফ মিয়া মেলায় চা বিক্রি করেন। বৃহস্পতিবার রাতে তিনি শিশুটিকে ধর্ষণের পর পাশের একটি পেঁপে বাগানে আটকে রাখেন। 

রাতভর তার স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ শুক্রবার ভোরে শিশুটি ফিরে এসে পরিবারকে বিষয়টি জানালে প্রথমে স্থানীয় মাতবররা আপোষ মিমাংসার নামে ঘটনা থামাচাপা দেওয়ার চেষ্টা করে। 

পরে খবর পেয়ে ধল্লা ফাঁড়ি পুলিশ অভিযুক্ত শরিফ মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি সফিকুল ইসলাম বলেন, 'এই ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন। আগামীকাল শনিবার আসামী শরিফ মিয়াকে আদালতে পাঠানো হবে।'

Comments

The Daily Star  | English
problems faced by Bangladeshi passport holders

The sorry state of our green passports

Bangladeshi passports are ranked among the weakest in the world.

5h ago