কলেজ শিক্ষকের মৃত্যু: স্বামী মামুন কারাগারে

নাটোরে কলেজ শিক্ষক খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় তার স্বামী মামুন হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মামুন হোসেনকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: স্টার

নাটোরে কলেজ শিক্ষক খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় তার স্বামী মামুন হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে নাটোরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দিন এ আদেশ দেন।

নাটোর সদর আদালতের জিআরও এএসআই খাদেমুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত জামিনের আবেদন নাকচ করে মামুনকে কারাগারে পাঠান।

এর আগে আজ সকালে মামুন হোসেনকে ৫৪ ধারায় আদালতে পাঠায় পুলিশ।

নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিক তদন্তে শিক্ষকের মৃত্যুর কারণ আত্মহত্যা বলে মনে হলেও, মামুন তাকে আত্মহত্যায় প্ররোচিত করেছিলেন কি না, সেসব বিষয়ে এখন তদন্ত চলছে।'

ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. সামিউল ইসলাম শান্ত ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে মনে হয়েছে মেডিকেল বোর্ডের কাছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ৩ সদস্যের কমিটি গঠন করে ময়নাতদন্ত করা হয়।'

গতকাল রোববার রাতে গুরুদাসপুর উপজেলার খামার নাচকৌর এলাকার আবু বক্কর সিদ্দিকী কওমি মাদ্রাসা মাঠে খায়রুন নাহারের জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

রোববার সকালে নাটোর শহরের বলারিপাড়া মহল্লার ভাড়া বাসা থেকে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক খায়রুন নাহারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই সাবের উদ্দিন নাটোর সদর থানায় ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা দায়ের করেন।

Comments