অপরাধ ও বিচার

টেকনাফে ইয়াবাসহ ৬ মিয়ানমার নাগরিক আটক

টেকনাফের সেন্টমার্টিনের কাছে বঙ্গোসাগরে অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোন ও কোস্টগার্ড। এসময় ৬ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।
টেকনাফে ইয়াবাসহ ৬ মিয়ানমার নাগরিক আটক। ছবি: সংগৃহীত

টেকনাফের সেন্টমার্টিনের কাছে বঙ্গোসাগরে অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোন ও কোস্টগার্ড। এসময় ৬ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। 

তারা হলেন, মিয়ানমারের আকিয়াব জেলার কেফায়েত উল্ল্যাহ (২২), মো. শরিফ (২৭), মো. হোছন (৩৮), ছৈয়দুর রহমান (৪৩), মো. হোছন (২৭) ও নুর হোসেন (২১)। 

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোন ও কোস্টগার্ড যৌথভাবে এই অভিযান চালায়।

অভিযানের বিষয়ে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের  সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা বলেন, 'আমরা গোপন সংবাদ পেয়েছিলাম যে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এর ভিত্তিতে কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেন্টমার্টিন সাগর এলাকায় বিশেষ অভিযান চালায়। রাত ৩টার দিকে সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়াদ্বীপ থেকে আনুমানিক ৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে মিয়ানমার জলসীমা থেকে একটি ফিশিং ট্রলার মিয়ানমার জল সীমানা অতিক্রম করে বাংলাদেশ জল সীমানায় আসতে দেখে সেটিকে ইয়াবা বহনকারী ট্রলার হিসেবে শনাক্ত করা হয়। ওই ট্রলারটি কাছাকাছি আসলে অভিযানে অংশ নেওয়া টিমের সদস্যরা  সেটিকে থামার সংকেত দেয়। কিন্তু ট্রলারটি না থেমে গতিবিধি পরিবর্তন করে মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় ট্রলারটিকে ধাওয়া করে আটক করা হয়।' 

তিনি আরও বলেন, 'সেসময় কোস্টগার্ড সদস্যরা ৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। পরে ওই ট্রলারে তল্লাশী চালিয়ে একটি বস্তাভর্তি ১ লাখ ৭০ হাজার ইয়াবা, একটি সীমকার্ডবিহীন স্মার্টফোন ও ইঞ্জিন চালিত কাঠের ট্রলারটি আটক করা হয়।  ট্রলারে থাকা ৬ জন মিয়ানমার নাগরিককেও আটক করা হয়।'

Comments