২১ বছর পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দীর্ঘ ২১ বছর পলাতক থাকার পর ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
নারায়ণগঞ্জ

দীর্ঘ ২১ বছর পলাতক থাকার পর ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জে ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু।

ওই আসামি হলেন— ফতুল্লার কোতোয়ালের বাগের আলী সর্দারের ছেলে মো. আবদুল আওয়াল (৫১)।

জিকু জানান, জিজ্ঞাসাবাদে আওয়াল জানিয়েছেন, স্ত্রীর বড় বোনের মেয়েকে ধর্ষণের অভিযোগে ২০০০ সালের মার্চে তার বিরুদ্ধে মামলা হয়। মামলার পর তাকে গ্রেপ্তার করা হয়। ৯ মাস কারাগারে থাকার পর তিনি জামিন পান। তখনই তিনি মালয়েশিয়ার চলে যান। এর ৩ বছর দেশে ফিরে ছদ্মবেশে অটোরিকশা চালাতে শুরু করেন। ২০১৬ সালে আদালত ওই মামলার রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আওয়ালকে ইতোমধ্যে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

Comments