সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

হত্যামামলাসহ তিন মামলার আসামি নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে রংপুর মহানগরীর নিউ সেনপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমন করতে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার, সহিংসতা, হামলা, হত্যাচেষ্টা এবং হত্যার অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নিউ সেনপাড়া এলাকার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে থানায় নেওয়া হয়।

আরপিএমপি কমিশনার মো. মজিদ আলী বলেন, 'আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যাকাণ্ড-সংক্রান্ত। মামলাগুলো তদন্তাধীন। তিনটি মামলার মধ্যে একটি রংপুরে দায়ের করা হয়েছে, যেখানে তাকে গ্রেপ্তার দেখানো হবে।'

পুলিশ কমিশনার আরও জানান, আজ সকালে আফতাব উদ্দিন সরকারকে আদালতে উপস্থাপন করা হবে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

21h ago