জাকাত ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে সাঈদীর বিচার শুরু
ইসলামী ফাউন্ডেশনের জাকাত ফান্ডের ১ কোটি ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদী ও আরও ৫ জনের বিরুদ্ধে বিচারকাজ ঢাকার বিশেষ জজ আদালতে শুরু হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দা হোসনে আরা ইসলামী ফাউন্ডেশনের অর্থ ও হিসাবরক্ষণ বিভাগের সাবেক পরিচালক আইয়ুব আলী চৌধুরীর বক্তব্য রেকর্ড করেন।
মামলাটির বিচারকাজ পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে অস্থায়ী আদালতে চলছে। আজকের বিচার প্রক্রিয়া শেষে বিচারক পরবর্তী শুনানির জন্য আগামী ৩ অক্টোবর নির্ধারণ করেছেন।
মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন—ইসলামী ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, বন্ধুজন পরিষদের মুখ্যসচিব মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামিক স্যোশাল ওয়েলফেয়ার সেন্টারের সাবেক প্রেসিডেন্ট তোফাজ্জল হোসেন ও ইসলামী ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হক।
অপর অভিযুক্ত মাওলানা আবুল কালাম আজাদ পলাতক আছেন।
গত বছরের ১১ জানুয়ারি এই আদালত সাঈদী ও আরও ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন।
Comments