শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মামুন খান (৩২) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
মামুন খান। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মামুন খান (৩২) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে তার ওপর হাতুড়ি ও রড নিয়ে হামলা চালানো হয়। রাত ৯টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামুন খান আওয়ামী সেচ্ছাসেবক লীগের নড়িয়া পৌরসভা শাখার সদ্য বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক ও স্থানীয় বালু ব্যবসায়ী। উপজেলার নড়িয়া পৌরসভা ২ নং ওয়ার্ডের বারুইপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।  

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মামুন খানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশের বিশেষ দল কাজ করছে।

নিহতের মামা ও নড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার মল্লিক বলেন, 'কিছুদিন আগে স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে মামুনের ঝামেলা হয়। ওই ঘটনার জের ধরে তাকে হত্যা করেছে তারা।'

Comments