পাবনায় যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা

পাবনার সাঁথিয়া উপজেলায় স্থানীয় যুবলীগকর্মী মো. আমিরুল ইসলামকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার চকপাটা উত্তরপাড়া গ্রামে সোমবার রাত ৮টার দিকে এই হত্যাকাণ্ড হয়।
আমিরুল সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে।
তিনি বলেন, 'আমিরুল যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তার ভাই আশরাফুল মেম্বার স্থানীয় আওয়ামী লীগ নেতা।'
'আশরাফুলের সঙ্গে ক্ষেতুপাড়া গ্রামের কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার রাতে আশরাফুলের ওপর হামলা হয়। বিষয়টি জানার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা আমিরুলকে তুলে নিয়ে যায় এবং কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে পুলিশ চকপাটা উত্তরপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে,' বলেন তিনি।
Comments