নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে 'স্যাভেজ গ্যাং' নামে একটি কিশোর গ্যাংয়ের প্রধানসহ ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ব়্যাব-১১৷
আজ শুক্রবার বিকেলে ব়্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান৷
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷
ব়্যাব জানায়, গ্রেপ্তারদের মধ্যে আব্দুল মুকিত (২১) এই গ্যাংয়ের প্রধান। তার প্রধান সহযোগী সুজনকেও (১৮) গ্রেপ্তার করা হয়েছে। বাকি যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বয়স ১৮ বছরের কম। তারা সবাই 'স্যাভেজ গ্যাংয়ের' সক্রিয় সদস্য।
গ্রেপ্তারদের কাছ থেকে একটি রামদা, একটি হাসুয়া, ৪টি ছুরি, একটি হাতুড়ি, ৩টি সুইচযুক্ত চাকু ও ৪টি জিআই পাইপ উদ্ধার করা হয়েছে।
এএসপি রিজওয়ান সাঈদ বলেন, '১৪ থেকে ১৫ জনের এই দল রূপগঞ্জ ও আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও ত্রাসের মাধ্যমে বিশৃঙ্খলা মৃষ্টি করে আসছে৷ তাদের গ্রেপ্তারের জন্য ব়্যাবের গোয়েন্দা দল ছায়াতদন্ত শুরু করেছিল৷ বৃহস্পতিবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷'
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের পর থানা পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করা হয়েছে বলে জানায় ব়্যাব৷
Comments