অপরাধ ও বিচার

কলাপাড়ায় ‘ডাকাতের’ গুলিতে ২ পুলিশ সদস্যসহ আহত ৪

পটুয়াখালীর কলাপাড়া উপ‌জেলার কুয়াকাটায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় ও পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় ছোড়া গুলিতে ২ পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়েছেন। 
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপ‌জেলার কুয়াকাটায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় ও পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় ছোড়া গুলিতে ২ পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়েছেন। 

গতকাল সোমবার দিনগত রাত ২টার দিকে লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে।  

আহতরা কুয়াকাটা ২০ শয‌্যা‌বি‌শিষ্ট হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌চ্ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিনগত গভীর রাতে ৫-৬ সদস্যের ডাকাত দল পৌরগোজা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় আজিজ মাস্টারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয়। তাৎক্ষণিক স্থানীয় এক যুবক বিষয়টি টের পেয়ে পুলিশকে ফোন দিলে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ‌্য করে গুলি ছোড়ে। এতে ম‌হিপুর থানা পুলিশের এএসআই তারেক, কনস্টেবল সিরাজুল, স্থানীয় দুলাল সরদার ও ইউসুফ নামের এক মোটরসাইকেল চালক গুলিবদ্ধ হন। পরে পুলিশসহ স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ডাকাত দল পা‌লি‌য়ে যায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাফিজুর রহমান জানান, স্থানীয়দের সহযোগিতায় দুষ্কৃতকারীদের ধাওয়া দিয়ে প্রতিহত করা হয়েছে। এ সময় ২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
 

Comments