কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৪ জনের ১০ বছর করে আটকাদেশ

প্রতীকী ছবি

নাটোরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে চার জনকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন নাটোরের নারী ও শিশু আদালত।

বুধবার দুপুরে আদালতের বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন। নাটোর কোর্ট ইন্সপেক্টর নজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়,২০১৭ সালের ২ জুলাই একাদশ শ্রেণির শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ায় ভুক্তভোগীর বান্ধবীর সহায়তায় তিন জন ধর্ষণ করে কিশোরীকে। পরে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি এবং ছোট ভাইকে হত্যার হুমকি দিয়ে আবারো ধর্ষণ করা হয়। এ ঘটনায় বিষপানে আত্মহত্যা চেষ্টা করে কিশোরী।

নাটোর জজকোর্টের বিশেষ পিপি আনিছুর রহমান মামলা সূত্রে জানান, মেয়েটি চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে পরিবারকে সব জানায়। এরপরই কিশোরীর মা বাদী হয়ে ওই চার জনের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় ২৪ আগস্ট মামলা করেন। শুনানি শেষে বুধবার আদেশ দেন আদালত।

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

49m ago