শরীয়তপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা

শরীয়তপুরের ডামুড্যায় বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

শরীয়তপুরের ডামুড্যায় বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর বিকেলে ফাঁকা বাড়িতে ঢুকে ওই তরুণীকে ধর্ষণ করেন কাশেম কবিরাজ (৬৫) নামে এক স্থানীয় লোক। এ ঘটনায় আজ বুধবার দুপুরে মামলা করেছেন ওই তরুণীর মা।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'সেদিন তরুণীর প্রতিবেশী এক চাচি বাসায় আসলে দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। তিনি অনেক ডাকাডাকির পরেও কেউ দরজা না খোলায় এক পর্যায়ে তিনি দরজা ভেঙে ভেতরে ঢোকেন। সেসময় কাশেম তাকে দেখে সেখান দৌঁড়ে পালিয়ে যায়।'

ওসি আরও বলেন, 'ওই তরুণীর মা কাশেম কবিরাজ (৬৫) নামে একজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

এদিকে তরুণীর প্রতিবেশী সাংবাদিকদের বলেন, 'সেদিন আমাকে দেখে কাশেম দৌঁড়ে পালিয়ে যায়। আমি চিৎকার করলে আশেপাশের লোকজন এসে জড়ো হয়। পরে মেম্বার আলতাফ বেপারি, দুলাল কবিরাজ, আলমগীর কবিরাজ ঘটনাটি মিমাংসা করে দেওয়ার কথা জানান।'

জানতে চাইলে তরুণীর মা ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় আমি আগেই মামলা করতে চেয়েছিলাম। আমরা গরীব মানুষ। আমার স্বামী শারীরিক প্রতিবন্ধী। তারা আমাদের অনেক হুমকি ধামকি দিয়েছে। মামলা না করার জন্য টাকাও দিতে চেয়েছে। ঘটনাটি জানাজানি হলে আজকে কয়েকজন সাংবাদিক এসে আমাকে অভয় দেয়। এরপরই থানায় গিয়ে মামলা করেছি।'

Comments