পটুয়াখালীতে কলেজ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, কারাগারে ১

পটুয়াখালীর দুমকিতে কলেজ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত সাকিব মুন্সি (১৯) পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মৃত মামুন মুন্সির ছেলে।
অপর আসামি সিফাত মুন্সি (২০) একই এলাকার সোহাগ মুন্সির ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।
পুলিশ জানায়, গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। গতকাল দুপুরে ভুক্তভোগী দুমকি থানায় মামলা করেন। পুলিশ একজনকে আটক করেছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা। মঙ্গলবার বিকেলে বাবার কবর জিয়ারত করে নানাবাড়িতে যাওয়ার পথে অভিযুক্ত সাকিব ও সিফাত কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে পাশের একটি বাড়িতে ধর্ষণ করে। এসময় আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়।
দুমকি থানার ওসি জাকির হোসেন বলেন, পলাতক আসামিকেও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Comments