শিল্পকলা একাডেমিতে নিয়োগ জালিয়াতি: লাকী, জাহাঙ্গীরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

লিয়াকত আলী লাকী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী লাকী এবং পরিচালক (প্রশাসন) জাহাঙ্গীর হোসেন চৌধুরীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের বিশেষ অণুবিভাগের উপপরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন।

দুদকের গঠিত অনুসন্ধান টিমের দাখিল করা প্রতিবেদন পর্যালোচনায় জানা যায়, লিয়াকত আলী লাকী এবং জাহাঙ্গীর হোসেন চৌধুরী তাদের কাছে সংগৃহীত ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো শিল্পকলা একাডেমির নিয়োগের লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের নম্বরপত্রে নম্বর বাড়িয়ে অবৈধভাবে ১০টি পদে ২৩ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করেছেন। পরবর্তীতে তাদের বেতনভাতা বাবদ সরকারি তহবিল থেকে গৃহীত আট কোটি ২৮ লাখ ৪৯৫ টাকা উত্তোলন করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।
 

Comments

The Daily Star  | English

Khaleda reaches Gulshan residence amid warm welcome from party supporters

Supporters waved party flags and chanted slogans as the vehicle, with Khaleda seated in the front and her daughters-in-laws

44m ago