নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা: ওসিসহ ৬ জনকে আদালতে তলব

ধারের টাকা ফেরত পাওয়ার উপায়
স্টার অনলাইন গ্রাফিক্স

মাদক মামলায় একজন নিরপরাধ ব্যক্তিকে আসামি করায় তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৬ জনকে সশরীরে হাজির ৭ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

অন্যরা হলেন- উপ-পরিদর্শক কামরুল ইসলাম, এএসআই মাহাবুব আলম, কনস্টেবল মো. কামরুজ্জামান, আনসার সদস্য ইসমাইল হোসেন ও তদন্ত কর্মকর্তা খালিদ হাসান তন্ময়।

শো-কজ নোটিশের বিরুদ্ধে তাদেরকে আলাদা করে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক মামলার নথি ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখে গত মঙ্গলবার এই আদেশ দেন।

মাদক মামলার আসামি নির্দোষ মো. খলিলের জামিন মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট। মামলার তদন্ত কর্মকর্তা এসআই খালিদ হাসান তন্ময় গত ১১ সেপ্টেম্বর খলিলকে মাদক মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেন।

পূর্ব শত্রুতার কারণে এই মামলায় খলিলকে দোষী সাব্যস্ত হয়েছে দাবি করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন মামলার আইও।

আদালত সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদন গ্রহণ করা হবে কি না, তা আগামী ১৩ অক্টোবর আদালতে উপস্থাপন করা হবে।

গত ৬ সেপ্টেম্বর খলিলকে ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে এএসআই মাহবুব আলম। তার আগে পুলিশের ২ সোর্স মো. রুবেল ও সোহেল রানার সহায়তায় খলিলের পকেটে ইয়াবা বড়ি ঢুকিয়ে দেয় এএসআই মাহবুব আলম।

পরদিন খলিলের বিরুদ্ধে মামলা করে পল্লবী থানার এসআই কামরুল ইসলাম বলেন, তার কাছ থেকে ১০০টি বড়ি উদ্ধার করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা বলেন, এএসআই মাহবুব অভিযোগকারী এসআই কামরুলকে মিথ্যা তথ্য প্রদান করেন এবং জব্দ তালিকা তৈরির জন্য খলিলের কাছ থেকে ইয়াবা উদ্ধারের ঘটনাটি তৈরি করেন। ফলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

তদন্তে খলিলের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসআই খালিদ তার সহকর্মী মাহবুব ও ২ তথ্যদাতার বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় একটি মাদক মামলা দায়ের করেন।

এই ৩ জনকে ৭ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তারা কারাগারে আছেন।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

8h ago